করোনার সময় বাইরে গেলে যা সঙ্গে নেবেন

লাইফস্টাইল ডেস্ক: করোনা মহামারি শুরুর পর প্রয়োজনের তাগিদে ঘর থেকে বের হওয়ার সময় স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জাম হয়ে উঠছে আমাদের নিত্যসঙ্গী।
হ্যান্ড স্যানিটাইজার:
করোনা মহামারিতে হ্যান্ড স্যানিটাইজারের চাহিদাও বেড়েছে। এ ভাইরাসের হাত থেকে বাঁচার জন্য বারবার হাত ধোয়া ও স্যানিটাইজার ব্যবহার করা উচিত।
মাস্ক:
বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি শুরুর পর থেকেই মাস্কের চাহিদা বেড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্কতা জারি করার পর সাধারন মানুষ মাস্ক পরা শুরু করে। করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে মাস্কের বিকল্প কিছু নেই।
শরীরের তাপমাত্রা মাপার যন্ত্র:
এতদিন কেবল জ্বর হলে থার্মোমিটার ব্যবহার করে এসেছেন মানুষ। হাসপাতালে এবং বাসায় উভয় স্থানেই ছোট থার্মোমিটার ব্যবহৃত হয়ে এসেছে। কিন্তু করোনা মহামারির পর মানুষ নতুন যন্ত্র সম্পর্কে পরিচিত হয়েছে সেটি হচ্ছে বড় থার্মোমিটার।
বিভিন্ন অ্যাপার্টমেন্ট, ব্যাংক, দোকান, মার্কেট ও বিভিন্ন প্রতিষ্ঠানে এখন পিপিই পরে তাপমাত্রা মাপার যন্ত্র হাতে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
বিডি রয়টার্স/এ.সি