চলমান পরিস্থিতিতে বন্ধ হয়ে যাচ্ছে কওমি মাদরাসা

ঢাকা: চলমান পরিস্থিতিতে বন্ধ হয়ে যাচ্ছে কওমি মাদরাসা। করোনার কারনে দেশের অন্য সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও কওমি মাদরাসায় পাঠদান চলছিলো। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ২২ মে’র পর খুলবে বলে ইতোমধ্যে ঘোষণা দিয়েছে সরকার। এবার কওমি মাদরাসাও বন্ধ থাকার সিদ্ধান্ত দেওয়া হলো।
সোমবার (২৯ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
করোনা প্রতিরোধে সরকারের নতুন ১৮ দফা নির্দেশনা নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলো জনপ্রশাসন মন্ত্রণালয়। কেবল কওমি মাদরাসা নয়, করোনার ভয়াবহ সংক্রমনের পরিস্থিতিতে কওমি মাদরাসার মত্যে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।
গত বছরের ৮ মার্চ দেশে করোনা শনাক্তের পর ১৮ মার্চ থেকে কওমি মাদরাসাসহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হলেও পরে কওমি মাদরাসাগুলো খুলে দেওয়া হয়।
নতুন নির্দেশনায় কওমি মাদরাসাগুলো বন্ধ থাকবে কিনা- প্রশ্নে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, আমরা এখানে উল্লেখ করে দিয়েছি প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাদরাসা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও কোচিং সেন্টার বন্ধ থাকবে। কোনো রকম শিক্ষার্থী আপাতত আসবে না। তবে অনলাইনে ক্লাস চলবে।
বিডি রয়টার্স/এ.সি