বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা ২৮ লাখ ৫৯ হাজার

আন্তজার্তিক ডেস্ক: বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা বেড়ে চলেছে। সবশেষ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ কোটি ১৩ লাখ ৬৭ হাজার ৬৭৬ জন।
ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ লাখ ৫৯ হাজার ৩০৪ জনে। এর মধ্যে সুস্থ হয়েছে ১০ কোটি ৫৭ লাখ ৪০ হাজার ২৭ জন। করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে এই তথ্য জানা যায়।
বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ৫ লাখ ৬৮ হাজার ৫১৩ জন এখন পর্যন্ত মারা গেছেন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এই পর্যন্ত ৩ কোটি ১৩ লাখ ৮৩ হাজার ১২৬ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন।
প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস।
বিডি রয়টার্স/এ.সি