মেলাতে পারি না কিছুতেই

-হেলাল হোসেন জোয়ার্দ্দার
চাঁদ সুন্দর নাকি তুমি সুন্দর,
কোনটাতে বেশী আলো পাই অন্তর।
তোমাকে মেলাতে গিয়ে ভাঙা জোছনায়,
পড়েছি আমি আজ বড় দোটানাই।
গাছ সুন্দর নাকি পাখি সুন্দর,
ফুল সুন্দর নাকি অলি সুন্দর।
তোমাকে মেলাতে গিয়ে ওদের সাথে,
পড়ে গেছি আজ এ বিভাবনায়।
দিনের আলো নাকি রাত সুন্দর,
সাগর নাকি তার ঢেউ সুন্দর।
তোমাকে মেলাতে গিয়ে ওদের সাথে,
পড়েছি আমি বড় দোদুল্যতায়।
বিডি রয়টার্স/এ কে জি