মিনতি
– হেলাল হোসেন জোয়ার্দ্দার
যে পথের কোনো সীমারেখা নেই,
সেই পথের পাশে তৃণাতুর দৃষ্টি মেলে
চেয়ে থাকি চাতকের মতো।
উদাস মনের বিপুল হাহাকারে
আমি যখন দিশাহারা,
ঠিক তখনই দেখা পেলাম তোমাকে।
তোমার ভালোবাসার বর্বর খাঁচাতে আটকিয়ে
আমাকে পোড়াও লক্ষীটি।
তোমার ভালবাসার আগুনে
আমি পুড়তে চাই।
তোমার বিমুগ্ধ চাহনী প্রেমের পরশ জাগায়,
আশার বাতাসে ঢেউ খেলে যায়।
রোদ্রজ্বলা দুপুরের মতো
আমাকে আর কষ্ট দিও না।
চিও হিয়া ভরে দাও তোমার দিলখোলা ভালোবাসায়।
আমার মুক্ত আকাশ,গোধুলীর আঁচলে
তোমার সকল কষ্ট মুছিয়ে দেবে।
বিডি রয়টার্স/এ কে জি