পরীক্ষা দিতে গিয়ে লাশ হয়ে ফিরল সামিউল
জামালপুর: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার টগবগে যুবক সামিউল ইসলাম (২২)। স্বপ্ন ছিল চাকরি করে পরিবারের সবার মুখে হাসি ফুটানোর। কিন্তু ইন্টারভিউ দিতে যাওয়াটা যে তার জীবনের শেষযাত্রা তা ভাবেননি কেউ।
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে তাঁর মৃত্যু হয়েছে। নিহত সামিউল ইসলাম উপজেলার ডোয়াইল ইউনিয়নের রায়দেরপাড়া গ্রামের আয়নাল হকের ছেলে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির পরীক্ষা দিতে সামিউল ইসলাম বুধবার সকালে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে বের হন। বিকেলের দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা এলাকায় পৌঁছলে দ্রুতগামী একটি বাস পেছন থেকে তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্বানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
নিহতর ভাবী শামছুনাহার জানান, অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি বৃহস্পতিবার সকালে মারা যান।
বিডি রয়টার্স/এসএস