সুখবর পাচ্ছে মুক্তিযোদ্ধারা
ঢাকা: বীর মুক্তিযোদ্ধাদের নতুন করে আরও ভাতা দেবে সরকার। এদের মধ্যে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের বছরে দুটি উৎসব ভাতা এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে বাংলা নববর্ষ ভাতা দেওয়া হবে। এছাড়া জীবিত মুক্তিযোদ্ধাদের বিজয় দিবসের ভাতা দেওয়া হবে।
সোমবার (৫ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠকে ‘খেতাবপ্রাপ্ত, যুদ্ধাহত ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে উৎসব ভাতাদি’ দেওয়ার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘দুটি উৎসব ভাতার পরিমাণ হবে ১০ হাজার টাকা, বাংলা নববর্ষ ভাতা দুই হাজার টাকা এবং বিজয় দিবস ভাতা হিসেবে প্রত্যেকে পাঁচ হাজার টাকা পাবেন।’
বিডি রয়টার্স/এ.সি